হেনা সুলতানা


উদাল ফুটেছে কুমুদিনীর বাগানে। গত শীতের তীব্রতা কমতেই দেখলাম ফুল ফুটতে শুরু করেছে। জানুয়ারি থেকে এপ্রিল এ ফুলের মৌসুম।পত্রহীন শাখার লম্বা ও ঝুলন্ত ডাঁটায় থোকায় থোকায় ফুল দৃষ্টি কেড়ে নেয় অনায়াসে।  চমৎকার সুগন্ধি ফুল।


                                                                       Hairy Sterculia


ফুলের সামনের রং হলুদ, ভিতরটা গাঢ় কমলা। সূর্য আলোয় রোমশ ফুলগুলো চকচক করে। অনেক দিন ধরে ফুটে থাকে। ফুুল ঝরে পড়ার পর ডালের আগায় ফল আসতে শুরু করে। আমাদের গাছটির উচ্চতা প্রায় ২০ মিটার। পত্রমোচী ছড়ানো এবং ধুসর সাদা বাকলওয়ালা গাছটি। পাতার বোটা লম্বা বড় আকারের খাঁজ কাটা। ফলগুলো অনেকটা কলার মতো।
উদাল
উদাল (Sterculia villosa)

উদাল
প্রকৃতিবীদ মোকাররম হোসেনের কাছ থেকে প্রথম এই নামটি শোনা। উদাল না হয়ে ফুলটির নাম উদাস হলেও মন্দ হতো না। শুনেছি কোনো কোনো জায়গায় একে চালা বা চান্দুল নামে চেনে।
পাহাড়ি ফুল। রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়িতে দেখা যায়। উদাল সম্পর্কে সাধারণ মানুষের খুব বেশী ধারণা নেই। এর ইংরেজি নাম Hairy Sterculia, Elephant rope tree. বৈজ্ঞানিক নাম sterculia villosa. পরিবার Malvaceae. উদাল বাংলাদেশসহ ক্রান্তীয় এশিয়ার একটি প্রজাতি। বাংলাদেশ ছাড়াও চীন, নেপাল, ভুটান, ভারত, মিয়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়াসহ পৃথিবীর অনেক দেশে দেখা যায়



Hairy Sterculia



Malvaceae.
Kumodini Pond












Post a Comment

أحدث أقدم