চৈত্রে কী কী হারালো তোমার
চমক  যেটুকু ছিল চৈত্রের চৈতালীতে।
দিনের আলোয় তারারা সব লুকিয়ে 
খুঁজে নীরব সকাল, দুরন্ত দুপুর
আর ক্লান্ত বিকেলের ফেলে যাওয়া রঙ। 
আকাশের কোন ভাজে লিখে রাখা নাম মুছে দিতে 
খানিকটা পোড়খাওয়া হাওয়া ঝাপটে গেল হঠাৎ। 
ভালবাসার মানুষটি করুন দাড়িয়ে দূরে।
আর  কী কী হারালে তুমি এই চৈত্রে!

সবাই যখন নিরাপদ দুরত্বে  
তখন দেখছি অপার ভালবাসায় 
আমার পাশেই হাসছে নীলমনি লতা।
কে দিল তাকে এমন কাব্যিক নাম
নিশ্চয়ই রবীন্দ্রনাথ ঠাকুর  

নীলমনি  ফুল কুমুদিনী আরবরিয়ামে নীল আলোর ঝর্ণায় ভরে তুলেছে দশদিক। 
নীল রঙ হালকা পাঁচটি পাপড়ি। প্রতিটি পুষ্পমঞ্জরিতে ১৫-৩০টি ফুল ফুটে আছে। ফুটে থাকে অনেক দিন ধরে।
মৌমাছি তাকে ঘিরে জমিয়েছে আসর।
বৈজ্ঞানিক নাম petrea volubilis  পরিবার  Lamiaceae

হেনা সুলতানা 
ভারতেশ্বরী হোমস  








Post a Comment

أحدث أقدم