অর্কিড বহু প্রাচীন, বৈচিত্র‌্যময়,ও প্রাকৃতিকভাবে বৃদ্ধিপ্রাপ্ত পরজীবি উদ্ভিদ । ২৫ হাজারের ও বেশী প্রজাতি আছে নথী আকারে, বিজ্ঞানীরা প্রতিদিন আরও সন্ধান করছেন প্রকৃতিতে নতুন নতুন প্রজাতীর অর্কিডের ব্যাপারে । উইলিয়াম রক্সবার্গ পেশায় ছিলেন ডাক্তার, ও উদ্ভিদ বিজ্ঞানী , ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সার্জন হিসাবে যোগ দেন ১৭৭৬ সালে, উইলিয়াম রক্সবার্গ কে ভারতের উদ্ভিদ বিজ্ঞানের জনক হিসাবে গণ্য কার হয় ।ডেনড্রোবিয়াম এফিয়াম র সংগ্রাহক ছিলেন উইলিয়াম রক্সবার্গ ।  ডেনড্রোবিয়াম এফিলিয়াম দক্ষিণ ভারত থেকে উইলিয়াম রক্সবার্গ সংগ্রহ করেছিলেন এবং তার বই “প্ল্যান্টস অফ দ্য কোস্ট অফ কোরোম্যান্ডেল” এ লিমোডোরাম এফিলিয়াম নামে বর্ণনা করেছেন।


Dendrobium Aphyllum Flower Bud




শীত কাল ( ডিসেম্বর- ফেব্রূ) এফিলিয়াম এর বিশ্রাম এর সময়, এসময় জল ও সার দেওয়া থেকে বিরত থাকতে হবে । মে-অক্টোবর নিয়মিত হালকা সার প্রয়োগ করা দরকার প্রচুর ফুলের জন্য । মার্চ-এপ্রিল মাসে এফিলিয়াম পাতা শূন্য হয় ফুল কুড়ির দেখা মেলে, হালকা গোলাপী ,সাদা, বেগুনি ফুলে ঝুলে থাকা শাখা গুলি পরিপূর্ণ হয়ে যায় । এতে হালকা সুবাস থাকে । বড় আম গাছ এদের বড় প্রিয় জায়গা নিজর রং রুপ মেলে ধরতে ।এফিলিয়ামকে বড় কোন গাছে বেড়ে উঠতে দিলে, পরিস্ফুটনের সময় মার্চ-এপ্রিল  এদের যে বিশাল সৌরভ, ও সৌন্দর জুড়ি মেলা ভার । পাতাহীন গোলাপী ,সাদা, বেগুনী রং এর মিসেল ফুল যেন অনেক প্রজাপতির সম্মেলন, কখনো জল প্রপাতের সাথে তুলনা করা যায় ।চেস্টা করলে একে ইনডোরে পালন করা যায় সঠিক মিডিয়া ও পাত্রে ।
অর্কিড ফুল উৎপাদনে থাইল্যান্ড পৃথিবী সেরা । বাণিজ্যিক ভাবে সবচেয়ে বেশি বিক্রিত অর্কিড ফুল গুলি Dendrobium Aranda, Arachnis, Oncidium and Vanda. থাইল্যান্ড এ ২০১৮ সালের হিসেব মতে ৫০০ মিলিয়ন ইউ এস ডি ব্যবসা ছিলো অর্কিড ফুল এর।
ডেনড্রোবিয়াম এফিলিয়াম সবথেকে সস্তা অর্কিড ফুল, কাটা ফুলের মধ্যে এটা পড়ে না, এটার স্থায়ীকাল অল্প ।

হেনা সুলতানা


Post a Comment

أحدث أقدم