হাওর-এর আগাছা পিউম
ক্লিওম বাংলায় এসে তার নাম নিয়েছে পিউম,
এপ্রিল মাসে বিস্তীর্ণ হাওর,নদীর পাড়, সড়ক, ও সবুজ
ধান ক্ষেতের পাসের জমিতে আগাছা হিসেবে এদের বাড়তে দেখা যায় । পিউম ফুলের সৌন্দর্য সাধারন মানুষের কতটা উপভোগ্য অজানা হলেও সৌন্দর্য শিকারী ফটোগ্রাফারকে
ভিষন আকর্ষণ করে ।হুরহুরীয়া, হুড়হুড়ি, ও ঝরনা ফুল নাম গুলি বাংলাভাষিদের কাছে পরিচিত ।
সৌন্দর্য-র রানী ক্লিওম
হ্যাসলেরিয়ানা
ক্লিওম
হ্যাসলেরিয়ানা আদি
নীবাস গ্রীষ্মমন্ডলীয় দক্ষিণ আমেরিকা, আমেরিকায় জনপ্রিয় হয় ১৮০০ সালে, আমেরিকার তৃতীয় রাষ্ট্রপতি টমাস
জেফারসন ক্লিওম ফুলকে
পরিচিত করান, এবং তার বিখ্যাত বাগান বাড়ি ”মন্টিসেলো”তে এই ফুলের চাষ
করেন । এখনও ”মন্টিসেলো”র ক্লিওম
বাগান পৃথিবীর
বহু মানুষকে মুগ্ধ করে । চার রং এর ক্লিউম ফুলের বীজ বাজারজাত করে যাথাক্রমে ইবে ,
মন্টিসেলো
সৌন্দর্য-র রানী ক্লিওম হ্যাসলেরিয়ানা
![]() |
Spider Flower |
![]() |
Cleome Hassleriana |
একটি মন্তব্য পোস্ট করুন